নষ্ট প্রেমের পদ্য
নষ্ট প্রেমের পদ্য
১.নারীতুমি ভাসতে থাকোআমি আসছিদু’জনে একসঙ্গে ডুবে মরবোভেসে যেতে যেতে
২.তুমি ‘না’ বোল্লে নিজেকে নষ্ট মনে হয়তুমি ভালোবাসলে নিজেকে ঈশ্বর মনে হয়
৩.আমি কৃষ্ণ হতে চেয়েছি তোকেই তো রাধা ভেবেতুই দ্রৌপদী হতে চাইলি না আমাকেই অর্জুন ভেবে
৪.আমি না হয় কলঙ্ক আর তার পাশে চাঁদ তুইকতো যে শ্যাম শরীরে তোর কাটছে সাঁতারবুঝতে পারি যখন তোকে ছুঁই
৫.নারীচলে গেলে অর্ধেক পুড়িয়ে চলে যায়মায়াবী মোড়কে ফিরে আসে যদি তবে বাকীটা পোড়ায়
৬.নীল রাত কালো রাত আর সাদা রাতআমার হাতের কাছে নেই তোর হাতআগুনে আগুন জ্বলেজ্বলে যাক পুড়ে যাকআমাদের নামহীন নষ্ট প্রেমের ধারাপাত
৭.অশ্লীল কিংবা অযৌক্তিক নয়যাপিত জীবনে অন্তত একবারএকটি অবৈধ প্রেমের পূর্ণাঙ্গ নিশ্চয়তা চাই
৮.তোমার কাছে রেখেছিলাম নীলাভ কররেখারেখেছিলাম হৃদয়-আঁকা লাল খামে নীল গদ্যকররেখা মুছে দিয়েউড়ো খামে পাঠিয়েছিলে নষ্ট প্রেমের পদ্য
৯.আজকাল তোমার মধ্যবর্তী আগুনেভাড়াটে শেয়ালের ছাপআজকাল তোমার ষোড়শী উনুনেনষ্ট কষ্টের ক্ষুধার্ত সন্তাপ
১০.প্রেমের পুরানো পাপী আমিতুমি রাই বিনোদিনীআভরণে নগ্ন তুমি বেশরীরে ঢাকাপাপের ছোবলে বিশুদ্ধ ক’রে দিয়েতোমাকে করে যাই নিদারুণ ঋণী

