Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

বিষাক্ত কবি

Abstract Others

4.1  

বিষাক্ত কবি

Abstract Others

নিস্তব্ধ শহর

নিস্তব্ধ শহর

1 min
3.2K


নিস্তব্ধ হয়ে গেছে ব্যাস্ত শহরের কোলাহল,

লেক টাউন আর সাইন্স সিটির রাস্তা ঝকঝকে পরিস্কার পড়ে আছে একলা

ট্রাফিক জ্যাম আজ ইতিহাসের মতন ।


কোথায় পালালো শহরের ভিড় ঠেলাঠেলি সরকারী কর্মচারী

কোথায় প্রেমিকের দল ?

হায় ! লক ডাউনে এ শহর আজ মৃতের মতন

ট্রাম, বাস অদৃশ্য পথে হারিয়ে গেছে সব যাত্রী নিয়ে,

কেবল এ শহরে আজ ফ্ল্যাট বাড়ি পাশাপাশি দাঁড়িয়ে চেয়ে আছে

ওই দিগন্তের শিমূল পলাশ বনের মতন ।


কখনো জানলা খুলে দেখলে অচেনা এক শ্মশান বলেও মনে হয় 

ভাবি সত্যি কি ইতিহাস হয়ে যাবে এ শহর তোমার আমার প্রেম ।।


Rate this content
Log in

More bengali poem from বিষাক্ত কবি

Similar bengali poem from Abstract