নিষ্কৃতি
নিষ্কৃতি


মা আমি জন্মেছি...
আমি রেখেছি আকাশ এক নির্লিপ্ত মানবীর বুকে
আমি জেনেছি শূন্যেরও শরীর হয়,
তবুও কখনো আজীবন দিগন্ত দেখা যায় না...
মা আমি এসেছি আবার...
এসেছি মিলিয়ে নিতে সবচোখে শাসনতন্ত্রের কাল,
দেখেছি বিষাক্ত ছাতার কোলে গোপনে ফেরি হতে সমস্ত জ্যোৎস্নার আলো...
আমায় মাখায় নি তার শেষ সঞ্চয় করা মেঘ
একবার আবডালে চুমু খেয়েছিলাম বলে
নিরুদ্দেশ হয়েছিল পুরনো প্রেমিক...
সেইদিন থেকে আমি একা...
মা আমি তাও জেগেছি...
মহুল পাতায় ছায়ার নীচে সব কুয়াশা একত্রে নামে
আর সেখানেই এলো পড়ে থাকে জ্যোৎস্নার সতীচ্ছেদের কথা...
বিষ বলে কিছু হয় না মা...
আমি সবই গ্রহণ করেছি নদীর ওপাড়ে, অনেক দূরে...
তুমি আজও দেখতে পাওনি তাই...
তুমি আজও ভুলতে পারো নি তাই...