নিশ্বাসের প্রতীক্ষায়
নিশ্বাসের প্রতীক্ষায়


বন্ধনের সম্পর্ক থাকুক চিরস্থায়ী,
থাকুক নিঃশ্বাসে-বিশ্বাসে মাখামাখি পরম এক সুখ,
যদিও জানি চাওয়ার কোনও শেষ থাকে না,
তবুও হাত বাড়ায় নিস্তব্ধ প্রহরে অতৃপ্ত আত্মার কাছে-----
খুঁজে চলি স্বপ্ন নামক রথে তৃপ্ততার স্বাদ গ্রহণ,
ধূসর শূন্যতায় আঁকড়ে থাকুক জীবনের গল্পগুলো,
নিশ্বাস বন্ধ হলেও অনুভূতিগুলো প্রকাশ পাক অনন্তকাল------
বেঁচে থাকুক সম্পর্কগুলো এলোমেলো চাহিদার ভিড়েও,
অটুট থাকুক এই বন্ধন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে.!