STORYMIRROR

Sujit Sen

Fantasy Others

3  

Sujit Sen

Fantasy Others

নিশাচর

নিশাচর

1 min
367

যদি সন্ধ্যার পর হঠাৎই রাত নামে

            হঠাৎ যদি সময়টা যায় থেমে ৷৷

ফিরবে সব ছেলেরা খেলা করে

            অন্ধকার আসবে তখন ঘিরে।।

অশান্ত ঢেউ আটকে যাবে তীরে

           পাখির ছানা ঘুমিয়ে পড়ে নীড়ে ।।

মাঝি ফিরবে নদী - উজান বেয়ে

           গাঁয়ের বাউল হঠাৎ উঠবে গেয়ে ।।

সৈনিক আর থাকবে না পাহারাতে

           চাঁদ সদা জাগবে আকাশেতে।।

যদি মুছে যায় দেশকাল সীমারেখা

           নতুন বিশ্ব উঠবে দিয়ে দেখা II

ঘুমন্ত শিশু উঠবেনা আর হঠাৎ

           থমকে যাবে মেঘের গুরু ডাক।।

চোর আর পড়বে না তাে ধরা

           ক্ষুধার জন্য তার যে চুরি করা।।

শেয়াল আর গােনায় না তাে প্রহর

           গ্রামগুলি সবে হয়ে গেছে নগর।।

রাতের দৈর্ঘ্য যদি বাড়ে পরপর

           নিশাচরের সাথে বাঁধবাে আমি ঘর।।

পাড়ায় যখন আলাে সব নিভে যাবে

           অনুভূতি সব এক হবে উত্তাপে।।

উন্মুক্ত প্রেমে লজ্জা ঘুচে যাবে

           হৃদয় বন্ধন ক্রমশ হ্রাস পাবে।।

ছেলেটি আর খুঁজবেনা গভীর রাত

           বিশ্রামের জন্য ফাঁকা যে ফুটপাত ৷৷

যদি রাতের বেলা উল্কা খসে পড়ে

           আমি খুঁজতে যাবােই তেপান্তরে।।

দামাল ছেলেরা তৈরি থেকে জেগে

           হঠাৎ করে ছুটবাে তড়িৎ বেগে।।

যদি বান আসে স্তব্ধ - গভীর রাতে

           আমরা পাড়ি দেবাে নির্ভয়ে একসাথে।।

জোনাকিরা পথ দেখাবে দিকে দিকে

           শান্ত বাতাস বইবে অলীক সুখে।।

প্রকৃতিই যদি সাথী হয় বরাবর

           আমি তাে অবশ্যই হবাে নিশাচর।।

                                       



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy