কুরুক্ষেত্রের চিতা
কুরুক্ষেত্রের চিতা
মোমের মিছিল আজ চলেছে কোথায়?
পথ চেয়ে আছে মা আজও অপেক্ষায়।
অশান্ত এ সমাজ আজ ভাসছে কার্বনে।
ছন্দে বাঁধা জীবন আজ সুযোগ সন্ধানে।
কি পাওনা আছে তোর লিখে রেখে যা তুই।
যুগের এ পরিবর্তনে বদলাবে সবকিছুই।
পুড়বে দেহ উঠবে ছাই আগুনের উত্তাপে।
গৌরব-শক্তি মুক্তি পাবে বিষন্নতার সুখে।
আজও বড়ো অসহায় কেন এই ভারতমাতা?
আজও সমাজে জ্বলছে কেন কুরুক্ষেত্রের চিতা?
