STORYMIRROR

Sujit Sen

Inspirational Others

3  

Sujit Sen

Inspirational Others

মুক্তি মন্ত্র

মুক্তি মন্ত্র

1 min
243

উত্তেজিত হয় কেন গাত্র পঞ্চ - যন্ত্রে ?

কমল নিবেদিত হেতু - মাতৃ চরণতলে !

বিজয়ী সহস্র শাবক শায়িত মুক্তি মন্ত্রে ;

পিঞ্জর মুক্ত করি , নিজ রঞ্জিত শৃঙ্খলে ।

মুক্তি মন্ত্রে গীত ধ্বনিত হয় যে আজি ;

অখন্ড সন্তান বীর , মাতৃবক্ষ তে সাজি -

অমূল্য রতন , প্রজ্জ্বলিত নক্ষত্র সম ;

ত্রিবর্ণরঞ্জিত ধ্বজা , অশোকচক্র - ত্তম ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational