নির্বাক শার্সি
নির্বাক শার্সি


জমে থাকা কত কথার আস্তরণ পড়েছে
জানালার নির্বাক শার্সিটার গায়ে...
বুঝতে পারছ তুমি ওর ভাষা?
ঘাসের ডগায় লেগে থাকা শিশির, যেমন
নীরবে প্রকাশ করে চলে, বিগত রাতের
আত্মকথা, ঠিক তেমনই শার্সির গায়ে লেগে
থাকা ধুলো, শীলমোহর বসায়, বিগত সময়ের
লাঞ্ছনা,গঞ্জনা আর গুমড়ানো কান্নার মানপত্রে...
সে বুঝি আজ বড্ড হতাশ,বড্ড ক্লান্ত ;
তাই চূর্ণ বিচূর্ণ করে ফেলতে চায় নিজেকে,
সমস্ত অসহ্য স্মৃতির দুয়ারে যবনিকা টেনে...
তবু সমুদ্রের পাড়ে ক্ষুধার্ত পাখি তো অপেক্ষা
করে একটা ঢেউয়ের, কাঙ্ক্ষিত তৃপ্তিলাভের আশায়...
আমিও হতাশার ধুলো মুছে তৈরী করে রাখি,
নতুন প্রেক্ষাপট,
ঈপ্সিত উপন্যাস রচনার আশায়...