নীলাঞ্জনা- আমার প্রেম
নীলাঞ্জনা- আমার প্রেম


এই বালির পাঁজর ভেঙে স্তব্ধ দুপুর
তোলে হাহাকার , শুধু তোলে হাহাকার |
তার ষোল আনা পাগলামি আর উচ্ছ্বাসে,
গুম্নাম প্রহরগুলো ভাঙে অবসাদ |
শেষ কবে এতো উল্লাসে নেচেছিলে,
ঝোপের আড়ালে, কোনো আবডালে ?
মুহূর্ত যেন সোনায় হোলো মূর্ত যে,
পিপাসায় আরও নোনা আবদার মিশেছে ।
এই বালির পাঁজর ভেঙে স্তব্ধ দুপুর
তোলে হাহাকার, শুধু তোলে হাহাকার |
আর টুকরো টুকরো খেয়ালের চাষ করি
মনের জমি জুড়ে,
আর তোলপাড় ওঠে ওই বালুচরময়,
দোলে আলোক মাস্তুল ।
এই রঙের তুলি ভিজে তার ছবি আঁকা
নেই কোনো আপসোস, কোনো আপসোস ।
এই বালির পাঁজর ভেঙে স্তব্ধ দুপুর
তোলে হাহাকার, শুধু তোলে হাহাকার |
তার ষোল আনা পাগলামি আর উচ্ছ্বাসে,
গুম্নাম প্রহরগুলো ভাঙে অবসাদ |