STORYMIRROR

🍁অ্যানি 🍀🍂

Abstract Tragedy Inspirational

3  

🍁অ্যানি 🍀🍂

Abstract Tragedy Inspirational

নীল সমুদ্র

নীল সমুদ্র

1 min
142

মনের সুপ্ত বাসনা পূরণের জন্য

অবশেষে এলাম তোমার কাছে।

হ্যাঁ, অবশেষে এলাম তোমার কাছে।

সীমাহীন সুবিশাল সদূর বিস্তৃত তুমি

ছিলে এতোদিন মনের এক কোনে।

দাঁড়িয়ে তোমার বালুকাময় তটে

দেখি তুমি আসো বারবার কাছে

ভিজিয়ে দিয়ে যাও পদযুগল।

তোমার সুবিশাল নীল জলরাশি

জাগায় নতুন আশার বাণী।

তোমাকে যত দেখি ততো হই অবাক

তোমার এই অপরূপ সৌন্দর্য দেখে নির্বাক।

প্রথম দেখাতেই পড়ে যাই তোমার প্রেমে

ভাবি কত অজানা রহস্য তোমার গহনে।

তাইতো তোমার মায়ায় জড়িয়ে

যাই মনের বিষন্নতা কাটাতে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract