STORYMIRROR

Archita Sengupta

Abstract Inspirational Others

3  

Archita Sengupta

Abstract Inspirational Others

নীল ঢাকাই-এর পাড়

নীল ঢাকাই-এর পাড়

1 min
179

বানভাসি সেই স্বপ্নগুলোর ডাকে 

সেদিন এসেছিলো আরেক চৈত্রমাস -

কৃষ্ণচুড়া ফোটার ফাঁকে ফাঁকে 

কোনো দুই চোখে কারোর সর্বনাশ !


 এক সমুদ্র কবিতা হয়েছে লেখা,

সেদিন কারোর কৃষ্ণকলি চাওয়ায়,

রক্ত ঝরিয়ে কারোর চুড়ির বাঁকা,

নীল জ্যোস্নার তিতাস জ্বেলেছে হাওয়ায় !


অজানি দেশের নাজানি কি-র খোঁজে 

নীল ঢাকাই আর সিঁদুর-কৌটো-খানা,

সুটকেশে রাখা লাল-পাড় তন্তুজও 

শুরু করেছিলো স্বপ্নের জাল বোনা !


চেনা পৃথিবীর কাঠাম ভাসিয়ে জলে,

বাতাসের পায়ে ভৈরবী আশ্বাস। 

টুকরো হৃদয় ছড়িয়ে বনান্তরে -

সময়ের সাথে অজান্তে পরবাস। 


এখন ইঁটের খাঁজে খাঁজে বাস্তব,

বেহাগ লুকোয় শূন্য সিঁথির আড়ে, 

ঘোরে ফেরে শুধু গোধূলির চোরা রোদ 

এখন যে তার নীল ঢাকাই-এর পাড়ে !


তিতাসে এখন সাহারার পরিহাস, 

ছায়া হয়ে থাকা রূপকথাদের হার !

চৌকাঠ ছুঁয়ে শেষ বিকেলের আলোয় 

ভাঙা আয়নায় বিকীর্ণ ছবি তার ! 


বোধের গভীরে শত শ্রাবনের ঝড়,

 তবু অনন্ত বাঁচার অঙ্গীকারে -

অফুরান ওর বানভাসি আশাগুলো

আজ দ্রৌপদী, নীল ঢাকাই-এর পাড়ে !



Rate this content
Log in

Similar bengali poem from Abstract