STORYMIRROR

Bidyut chakraborty

Abstract Inspirational Others

3  

Bidyut chakraborty

Abstract Inspirational Others

::নবরূপে ফিরে এসো ধরণী::

::নবরূপে ফিরে এসো ধরণী::

1 min
364

হে ধরিত্রী,

নবরূপে ফিরে এসো তুমি

'মুছে যাক জরা,মুছে যাক গ্লানি'

ফিরে পাও তুমি কর্মচঞ্চলতার রূপখানি।

ঝড় শেষে শান্ত হও তুমি

ফিরে এসো সেই রূপে

যেখানে থাকবে না মৃত্যুর পদধ্বনি

থাকবে না জঠর জ্বালা

থাকবে না জাতপাতের হানাহানি

ঘুচে যাক অস্ত্রের ঝনঝনানি।

থাকুক শুধু উৎসব মুখর জনতার কলধ্বনি

ধানবোনা জমি দিচ্ছে হাতছানি

ডাকছে কলকারখানার ঘরঘরানি

মুমূর্ষু পৃথিবী দ্রুত সেরে ওঠো তুমি

নিয়ে এসো নতুন সকাল

সাথে করে নতুনের প্রতিশ্রুতি

ঘটিয়ে পুরোনোর অবলুপ্তি ।

'নাই নাই ভয়, হবে হবে জয়'

ঝড় শেষে তুমি আবার শান্ত হবে

ফিরবে সুদিন দুর্যোগের কালো মেঘ কেটে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract