নারী
নারী

1 min

2.4K
তুমি তো সেই নারী
লজ্জা-ভূষণ তোমার,
কবির কল্পনা যুগে যুগে
তুমি কি শুধু শরীরি
তুমি তো সেই নারী
অবলা আখ্যা তোমার
সকল দুঃখ শুষে
তুমি হও জীবন-ধারীনি
তুমি তো সেই নারী
ত্যাগই মন্ত্র তোমার
মেয়ে থেকে মা হয়ে
তুমি ছাড়া হবে কে সংসারী...