নারী শক্তি
নারী শক্তি


নারী শক্তি নাকি পুরুষ শক্তি
লড়াই সদাই মনে,
তবে কেন এত অত্যাচার চারদিকে
প্রতি খনে খনে।
নারীই প্রধান শক্তি প্রতিষ্ঠিত একথা
নারীই জনম দাতা ,
হায়রে পরিহাস তারাই অত্যাচারিত
শিশুকন্যা বা মাতা।
পূজিত হউ তুমি মাতৃ রূপে
দুর্গা কিংবা কালী
সম্মান তোমার কতখানি আদৌ
বিপদ শুধু খালি