নারী শক্তি
নারী শক্তি


নারী শক্তি
সায়নী ব্যানার্জী
নারী আজ এগিয়ে গেছে
মহাকাশ মহাযানে -
অপমান ,অনাদর তবু আজও
বারবার পিছু টানে l
নারীর পুজো দূর্গা রূপে
শহর জুড়ে সাজ ,
ফুটপাথে বসা অচেনা দূর্গা
লুকোয় কলঙ্ক লাজ l
অঞ্জলি দানে পুষ্প বৃষ্টি
মায়ের ভোগের থালা -
সন্তানের হাতে বৃদ্ধ মায়ের
নিত্য অবহেলা ...
চিরকাল নারী হাসি মুখে
গড়ছে নিজের স্থান ,
সম্মানের কাছে নোয়াবে মাথা
সমূহ অপমান l
হাজার চোখের জলের মাঝেও
হাসতে তারা জানে ,
তাদের কোলেই বাড়ছে সমাজ
সূক্ষ নাড়ীর টানে ll