মৃতদেবতার মহাদেশ
মৃতদেবতার মহাদেশ


তফাৎ যাও স্বপ্নের ফেরিওয়ালা,ব
বন্ধকরো রঙিন স্বপ্নের বেসাতি।
পারলে নিয়ে এসো খুঁজে হ্যামলিনের বাঁশিওয়ালাকে,
পথ দেখিয়ে নিয়ে যাক সে সদ্যোজাত রূপকথাদের,
যারা এখনো জানে না কোনো সত্যি।
নিয়ে যাক সে অন্য গ্রহের অন্য কোনো দেশে,
যেখানে এখনো নির্ভয়ে সব ফুল ফোটে।
এখানে শুধুই সভ্যতার শয়তানি,
চোখে মায়াকান্না,
আর গালিচার নিচে পুষে রাখা কীটানুদের স্বর্গ।
প্রতিদিন মূক বধিরতার নিরাপদ আশ্রয়ে,
লুকিয়ে রাখা নাগরিক মুখ,
আস্তিন গুটিয়ে বের করে আনে
নতুন কোনো সাবধানী অস্ত্র।
তারই মাঝে যুগ যুগ ধরে,
এ দেশ, সোনার ফসল উজাড় করে,
বেপারিদের ঝুলি ভরে।
নিজের সন্তান খনিতে খাদানে
অনাহারে কেঁদে মরে।
বয়ে যায় রক্তমাখা কুঁড়িদের লাশ,
মৃতদেবতার এ মহাদেশে,
সব ভ্যাকসিনের প্রয়োজন ফুরিয়েছে আজ।