মৃত বিশ্বাস
মৃত বিশ্বাস
শুনছিলাম ,
একটা-দুটো করে হলদে পাতাদের ঝরে পড়ার শব্দ ।
যেন পৃথিবীর সাথে ঘটা বিশ্বাসঘাতকতার পালটা পুরস্কার ।
বিশ্বাসের এক থালা ভাত
রক্তে লাল হয়ে আজ লিখছে নতুন ইতিহাস ।
শৈশবের নিষ্পাপ রঙিন বিশ্বাসী চোখদুটো
প্যান্টের চেনের মাঝে পড়ে ঘোলাটে ।
>
কালো প্রেমিকার হাত খোঁপার ওই লাল গোলাপে জন্ম নেওয়া বিশ্বাস -
মুহূর্তে ভেঙে , গড়ো কাঁটা ভরা শূণ্যতা ।
কালের বাঁধনে মীজাজাফরেরা অপ্রতিরোধ্য ।
রাজপথ ছেড়ে গলিতে নেমেছে তারা ।
শিবুর ঘুড়ির দোকানের পাশের হলদে রঙের দোতলা বাড়িটায়
হলদে আলোর নীচে-
মুড়ির বাটি হাতে তোমার মৃত বিশ্বাস প্রতিদিন বাঁচে অবিচল ভাবে ।