STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Action

2  

Sipra Debnath

Abstract Tragedy Action

মৃদু প্রবাহ

মৃদু প্রবাহ

1 min
151


শান্ত বিকেলে বারান্দায় একা বসে

বাতাবি গাছে দু জোড়া চড়ুইয়ের কিচিরমিচির 

দেখলাম সামনে থেকে হলুদরঙা একটি পর্দা সরে গেল।

অনেকটা সরষে ফুলের মত-

তোমায় চিনে নেবার অবকাশ

তোমার ঠোঁটে তাচ্ছিলের তীর্যক হাসি দেখে

আমিও মনে মনে হেসেছিলাম।

বুকের চিনচিনে ব্যাথাটা সেরে ওঠার মতো নয়

ভালোলাগা থেকে এক বুক এক আকাশ ভালোবাসা

সহস্র সমুদ্রের জোয়ার সমান প্রেম 

শান্ত নদীর ঝিরঝিরে মৃদু প্রবাহের মত 

বুকের বাম পাশে কনকনে চাপা ব্যথা 

উপহারস্বরূপ নির্ঘুম রাত

শেষ আশ্রয় তুমিই নিরাশ্রয় করে দিলে

আমায় অনাথ করে

সুখের আশায় অন্য ঠিকানায় বাসা বাঁধলে।

থেকে থেকে তোমার বলা কথাগুলো 

পাঁজরের ভেতরে যাতনাময় বিদ্যুৎ প্রবাহের মত খেলে যায়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract