মহোৎসবের আলো সুশান্ত কুমার
মহোৎসবের আলো সুশান্ত কুমার
আজ জগতের চতুর্দিকে হার্মাদদের হানা
বাইরে ঘরে পথে ঘাটে শঙ্খচূড়ের ফণা !
বিষ মিশেছে সব খাবারে , বিষ মিশেছে জলে
মরণ নাচে চতুর্দিকে , মরণ জলে স্থলে !
সুসভ্যতার জগৎ এখন অসভ্যতার হাতে
নিষ্পেষিত হোক না যতই কি আসে যায় তাতে ।
হারবেনা তো মরবেনা তো জীবন কোনোখানে
সভ্যতাকে রক্ষা করার মন্ত্র মানুষ জানে ।
জগৎ জুড়ে তাই তো এত মহোৎসবের আলো
যুগে যুগে যায় মুছিয়ে প্রাণের সকল কালো ।
ঈদ-বকরিদ দুর্গা পুজো খুশির বড়দিনে
বিষিয়ে যাওয়া ভুবনটাকেই ভাসায় খুশির বানে ।
জগৎ জোড়া ঈদ দরগায় লক্ষ কোটির ভিড়ে
লোভ হিংসা হারিয়ে তো যায় ক্ষণেকের তরে !
মানুষ তখন মানুষটাকেই জড়িয়ে বুকে রাখে
আকাঙ্খা আর ঈর্ষা গুলো দুরেই পরে থাকে ।
হৃদয় কুসুম গন্ধ ছড়ায় ওষ্ঠ ছড়ায় হাসি
প্রেমের স্রোতে ভাসতে থাকে নিখিল জগৎ বাসি ।
হোক না সে সব কয় পলকের হোক না কিছুক্ষণের
হদিশ তো পায় নিখিল মানব পরিচ্ছন্ন মনের !
ওতেই থাকে পৃথিবীকে ভালবাসার ভাষা
ওতেই থাকে সভ্যতাকে বাঁচিয়ে রাখার আশা ।
শারদা – ঈদ – বড়দিনের এক পশলা প্রেমে
কলুষ ভরা পৃথিবীতেই স্বর্গ আসে নেমে ।
