মহাদেবী মহালক্ষ্মী
মহাদেবী মহালক্ষ্মী


মহালক্ষ্মী দেবীর করুণা দরকার,
ঐশ্বর্য্য ধন ধান্য তাঁদের অলঙ্কার,
পূজকের প্রার্থনা করবেন স্বীকার,
জীবনের সংঘর্ষ থেকে হবে পার।
সম্পদ যে দৈনন্দিন কাজের অপরিহার্য আধার,
সবাই নিতিদিন করুন মহামায়ার স্বাগত সৎকার,
কর্তব্য পালন দ্বারা সাংসারিক স্বপ্ন হবেন সাকার,
স্বাস্থ্য সৌভাগ্য হল মহাদেবী মহালক্ষ্মীর চমৎকার ।