মেঘ - সায়নী ব্যানার্জী
মেঘ - সায়নী ব্যানার্জী


হাজার হাজার মাইল দূরে
ভেসে চলা কিছু তুলোর সারি,
মন খুলে চলে তোমার পাড়ায়,
কখনো আসে আমার বাড়ী l
ভিন্ন ভিন্ন রূপ তাদের,
কখনো কান্না, কখনো হাসি -
লুকোচুরির ছন্দে মেতে
দূর আকাশের মেঘের রাশি l
আমার মনের সকল খবর
ওদের বলি কানে কানে,
কিছু ওরা ভুলিয়ে দেয় -
আর, বাকিটুকু লুকোতে জানে l
মেঘ নয় শুধু ওরা,
তার চেয়েও অনেক বেশি -
খামখেয়ালি জেনেও তাই
বড্ড ওদের ভালোবাসি ll