মধুর বাঁধন
মধুর বাঁধন


স্নেহের বাঁধন মায়ার বাঁধন
সব চাইতে মধুর,
ভাই বোনের সম্পর্ক
খুনসুটিতে ভরপুর।
রাগারাগি ঝগড়াঝাঁটি
বাড়ায় ভালোবাসা,
সকল বোনের মনের মধ্যে
ভাই ই ভরসা আশা।
হাসায় আবার কাঁদায় সেই
মোছে চোখের জল,
বোনের মধ্যে ভাইয়ের পাওয়া
মায়ের ই আঁচল।
একটি সুতোর বাঁধনেতে
অঙ্গীকারের রেশ,
একসাথেতে মিলে মিশে
থাকবো মোরা বেশ।