মৌরি লজেন্স
মৌরি লজেন্স


গোলাপী ফ্রক; ছোট্টবেলা,
মৌরী লজেন্স, বিকেলবেলা,
বর্ষার জলে নৌকা ভাসাই,
চল।
ও বন্ধু তুই বাঁধলি বেনী?
আড়ি আর ভাবে ভাবটাই কিনি,
স্বপ্নের দেশে স্মৃতি ভাসাই,
চল।
খুচরো অনেক মারামারি,
এ পাড়া ও পাড়া লুকোচুরি,
ও বন্ধু কিছু ফুল তুলি,
চল।
ঠোঁটের কোণে বাঁকা হাসি,
তবুও তোকে ভালবাসি,
একটা নতুন গল্প লিখি,
চল।
হাতড়ে খুঁজি সেই যে আলো,
ছোট্টবেলার ভাবনাগুলো,
এই মনে রাখা বাঁচিয়ে রাখি,
চল।
স্মৃতির কোলাজ ঝাপসা পাড়ায়,
তবু মিলে মিশে আছো আত্মায়,
ও বন্ধু মৌরী লজেন্স কিনি,
চল।