মাতাল করা ঢেউ
মাতাল করা ঢেউ
ভাসা ভাসা ঢেউ ,
করে আমায় মাতাল ।
ভালবেসে কেউ কেউ ,
হয় উথালপাথাল ।
ঢেউয়ের সঙ্গে উঠি ,
আর তার সাথেই পরি ।
আমি খুঁজি না জুটি ,
তাই ঢেউয়ের হাত ধরি ।
জোয়ার ভাটার দোল ,
আমায় করেছে বুঁদ ।
সমুদ্রে আসে হিল্লোল ,
আবার ঢেউগুলো বুদবুদ ।
কারুর চোখে স্বার্থপর ,
আমার এই ভালবাসা ।
আমি দেখি আপনপর ,
ঢেউয়ের মতো ভাসাভাসা ।