STORYMIRROR

Aritra Mitra

Classics Inspirational

4  

Aritra Mitra

Classics Inspirational

মানুষ শুধুই মানুষ হয়ে

মানুষ শুধুই মানুষ হয়ে

1 min
680

এসো আর পুজো নয়,ফ্যাসিবাদি শক্তির!

মানুষের আগে স্থান,নয় মিছে ভক্তির

বিভেদবিষেতে নয় রক্ত ও রক্তি

তমসাকে মুছে দিয়ে আলো পাক যুক্তি!


ধর্মের গাঁজাতে দিয়ে টান 

মেরে কেটে হিন্দু-মুসলমান

সব চেতনাকে করে তালাবন্দি

শুধু খুঁজে ফেরে নিজেদের ফন্দি,

ভেসে আসা কান্নায়,

কেঁদে ওঠে প্রাণ না?

দেখে কেন ক'র- না দেখার ভান?

পুড়ে যাক চোখ যন্ত্রণা দেখে

হাহাকার শুনে বুজে যাক কান


হায়, আমাদের শিরদাঁড়া কেন আজ বেঁকে?

কেনো আমাদের বোধ ক্রমে ক্রমে হয় ফিকে?

এসো হিম্মত আনি স্বপ্ন দেখার

হয়ে থাকবো না নিস্প্রাণ জড়,

আদেশ-মানা যন্ত্র;

ছেড়ে সকল মুখ বুজে চলা

আঁকড়িয়ে ধরি 'শিকল ভাঙার মন্ত্র!'


মনের জানলা খুলে দিয়ে সাথী

গণ্ডিটা করে বড়,

ধর্ম, জাতের ভেদাভেদ ভুলে 

মানুষের হাত ধর।

এসো চিনে নিই কে বন্ধু  

কেই বা আসল দুশমন,

বুঝে নিই ভালবাসার মানে-

'একের পাশে অন্য জন'।


এসো শুধুই মানুষ বুঝি, সকল বিভেদ উড়িয়ে দিয়ে

ভালবাসা আর শান্তি খুঁজি,সকল বেড়া টপকে গিয়ে!          

শঙ্খচিলের ঝাঁকের মতোন, কাঁটাতার-কে তুচ্ছ করে,    

আকাশ ভ'রে ছড়িয়ে দেবো প্রেমেরই গান কণ্ঠ ভরে!


মানবিকতা মন্ত্র করে চলতে যেন না পাই ভয়

ধনপিপাসা পথেই ফেলে মনুষ্যত্ব হোক অক্ষয়!

মানুষ শুধুই মানুষ হয়ে লড়াই করে আসুক জয়!

ধর্ম,শ্রেণি,রাষ্ট্র পুড়ুক, মনুষ্যত্ব মৃত্যুঞ্জয়!


Rate this content
Log in

Similar bengali poem from Classics