মায়ের প্রতি
মায়ের প্রতি


দিনের শেষে,
অফিস থেকে ফিরে
মা গো আমায় আদর যখন করো-
খুশি,শুধুই খুশির হাওয়ায় ভেসে
মনে করাও তোমার কাছে
এখনো নই বড়।
শাসন করো,তাতেও মাখা স্নেহ-
বোঝাও আমায়,মায়ের মতোন
হয় না কো আর কেহ।
আমার পায়ের থেকে মাথা
আমার সুখ দুঃখের খাতা
আমার চোখের খোলা পাতা
জানি তোমার কাছে ঋণী;
তোমার ব্যথা হরণ করার
সকল ইচ্ছে পূরণ করার
স্বপ্নপূরণ।
আমি করব কোনোদিনই।