মান-হুঁশ
মান-হুঁশ
মানুষ এখন পড়ে থাকে ওই জ্যান্তলাশের ভীড়ে,
কুসংস্কার সমাজে মানুষ ধর্ম নিয়ে ঘিরে।
জাতি ধর্মের রঙিন খেলায় মানুষ উঠেছে মেতে-
মন্দির ও মসজিদ বলে, দেখি কে আজ জেতে!
থামরে আজি থামরে তোরা ওরে মূর্খের দল,
এক রঙেরই রক্ত মোদের, মনুষ্যেরই বল
পদবী নিয়ে বড়াই করিস বলিস- নাপিত, মেথর, মুচি;
গঙ্গাজল ছিটোলে গায়, হবিনা শুদ্ধ শুচি ৷
শিক্ষা দিয়ে বড়াই করিস, মানুষ হতে পারলিনা
তাই মানুষ হতে চাইছে আমি,
করি মানুষেরই বন্দনা।৷
