Bipattaran Misra

Tragedy

5.0  

Bipattaran Misra

Tragedy

স্বপ্ন তবু স্বপ্নই

স্বপ্ন তবু স্বপ্নই

1 min
542


 কুটিরের চালটা ছাওয়ানো হয়নি --

হবে কী করে? ভাতই জোটে না সবদিন! 

রাতে বৃষ্টি হলে বিছানা ভেজে, 

ছেলে পুলে নিয়ে একোন ওকোন করেন 

বামুন আর বামনী। 

আমি খুশি, এই সৎ বাবা মার সন্তান বলে! 

সেভেনে পরি, তখন ই রোজগার শুরু -- 

সন্ধ্যায় টিউশনি পড়াই --

রাতের খাওয়াটা পাই, কিছু টাকা হয়-- 

তাতে পড়ার খরচ চলে। 

নিজের রোজগারে স্কুল, কলেজ,  

আর ইউনিভার্সিটি পাশ দিলাম। 

স্বপ্ন ছিলো -- একটা চাকরি করে 

বাবা মার চোখের জল মুছবো!

কিন্তু বাবা আর দিদিমা, যাকে আমি মা ই বলতাম -- 

তাঁরা সুদিনের অপেক্ষা না করে 

চিরকালের জন্য ঘুমিয়ে গেলেন! 

একদিন স্বপ্ন পূরণ হলো --

আমার চাকরির নিয়োগপত্র এলো! 

মা তখন খড়ের জ্বালে 

চোখে একরাশ ধোঁয়া নিয়ে 

বড়ো বাড়ীর চালের ধান সিদ্ধ করছিলো।

মা আমার আনন্দে কেঁদেছিলো! 

আমি বলেছিলাম, 

মা তোমায় আর বাবুদের চাল করতে হবে না! 

মুড়ি ভাজতে হবে না! 

আর আমি তোমার জন্য একটা বাড়ি করবো! 

বাড়ি, একটা নয়, দুটো করেছি। 

কিন্তু, মা আর নাই --

যখন সংসারে অভাব ঘুচেছে --

তখনই মা আমায় ফাঁকি দিয়ে চলে গেলো! 

আমার স্বপ্ন পূরণ হলো, কিন্তু হলো না!

        


Rate this content
Log in