STORYMIRROR

(Writer) Mr. SANDIPAN SAHA

Inspirational Others

3  

(Writer) Mr. SANDIPAN SAHA

Inspirational Others

"মধ্যবিত্ত"

"মধ্যবিত্ত"

1 min
242


আমরা গর্বিত, আমরা মধ্যবিত্ত।

সমাজে আমাদের অধিকার যৎসামান্য,

ক্ষয়প্রাপ্ত সব, আমরাও ক্ষয়ের পথে। 

দানবের উত্থান বাড়ছে, হাস্যরস শোনো বন্ধুগন- দানবের হাস্যরস,

আমাদের অবস্থা দেখে হাসছে তারা ;

তারা উচ্চবিত্ত, ক্ষমতাশালী। 

     আর আমরা ?

         ধ্বংসস্তূপ !

    আন্দোলন কোথায় ? 

         অধিকারের আন্দোলন..

    থাক, কি দরকার ? অনেক পেয়েছি। 

বাড়িতে বসে চা-এ চুমুক দিই 

   আর সিরিয়ালের চরিত্রগুলোকে নিয়ে  আলোচনা করি ;

         ওটাই বেশ ভালো। 

আমরা নিমিত্ত মাত্র, 

         কতটাই বা আমাদের ক্ষমতা ? 

আমরা যেমন ছিলাম উচ্চবিত্তের দালাল হয়ে, 

         ক্রীতদাস হয় তেমনই থাকব।

         আমরা গর্বিত, আমরা মধ্যবিত্ত।৷

      


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational