মা
মা


মা মানে তো নয়কো শুধু
গর্ভে ধারণ---
মা যে শিশুর পূর্ণ জগৎ,
অন্ধকারে আলোর রেখা।
মা মানে তো
রাখতে পারে জীবন বাজি
করতে লালন সন্তান তার!
মা মানে সকল ই মা,
নয়তো শুধুই "মানবী"
জঙ্গলের ঐ বন্য মাতা
সেও তো লালন করে, সন্ততি !
বন্য মাতা ভীষণ একা
জঙ্গলের ঐ রণাঙ্গনে,
বুকের মাঝে আগলে রাখে
আপন-আপন সন্তান কে।
এই বুঝি বা আঘাত হানে
শক্তিশালী শ্বাপদ দলে --
এমনি করেই আবহমানে
মার্তৃজাতি প্রমাণ করে
মা নামের কি যে,
আসল মানে -----