লুকোচুরি
লুকোচুরি
লুকোচুরি খেলা ছিল ছেলেটার সব থেকে প্রিয়
প্রায়ই লুকিয়ে গিয়ে খুঁজতে বলতো মাকে।
তাড়াতাড়ি খুঁজে নিলে রেগে যেত
বলতো,একদিন এমন জায়গায় লুকাব,
আর পাবেনা খুঁজে।
একদিন লুকালো গিয়ে আলমারিতে
এদিক ওদিক খুঁজে না পেয়ে,
নিজেই বেরিয়ে আসবে ভেবে
মা মন দিল বাড়ির কাজে।
স্নান করানোর সময় হলে,সারা ঘর খুঁজে খুঁজে কোথাও পেল না ওকে
ডেকে ডেকে পেল না সাড়া।
হঠাৎ খেয়াল গেল আলমারিটার দিকে
আধ-বন্ধ মনে হল আলমারিটা দেখে।
ততক্ষণে আলমারি ছেড়ে ও লুকিয়েছে নীল আকাশের বুকে।
ছেলেটা প্রায়ই শুধাতো মাকে,যদি লুকায় গিয়ে নীল আকাশের বুকে
তখন তুমি কেমন করে খুঁজবে আমাকে?
ছেলেটার নিথর দেহটাকে খাটে শুয়ে রেখে
নীল আকাশের বুকে ছেলেকে খুঁজতে
মা-ও দিল পাড়ি
ঝুলন্ত ফ্যান থেকে নিল গলায় দড়ি।
