STORYMIRROR

Saibal Ray

Drama Tragedy Inspirational

3  

Saibal Ray

Drama Tragedy Inspirational

সূর্য

সূর্য

1 min
199

এসো বন্ধু কাছে। ভয় পেয়ো না আর। 

বাঁচতে হবে একসাথে। জোট দরকার। 

চাকরি নেই হাতে। 

ভাত নেই পাতে।

আত্মহত্যা মাথায় ঘোরে

অভিশাপের রাতে। 

রাজপথে কৃষক বেকার -

মিছিল একসাথে। 

শহীদ হয় বন্ধু আমার

ঘাত প্রতিঘাতে। 

রক্তমাখা কালো পিচে

জীবন সংগ্রাম। 

ঝরে পড়ে একটু করে

মানুষের ঘাম।

হাতে হাত। শেষ রাত। 

সূর্য ওঠে ঐ। 

এই যুদ্ধে হবে শেষে

মানুষই জয়ী।

এসো বন্ধু কাছে। ভয় পেয়ো না আর। 

বাঁচতে হবে একসাথে। জোট দরকার।


Rate this content
Log in

Similar bengali poem from Drama