Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manik Goswami

Abstract Drama

3  

Manik Goswami

Abstract Drama

পরাজিত

পরাজিত

1 min
193



জীবনে কিছুই করিতে পারিনি, আফশোসে দিন কাটে; 

ব্যর্থতারই ক্রন্দনে তাই ভেঙে পড়া বুক ফাটে |

মনে জাগে সংশয়,

স্বর্গে যাবার পাবোনা তো কড়ি, নরকে তে ভয় হয় |

 

বৃথা কেটে গেলো সময়ের কাল,

ধরিতে পারিনি জীবনের হাল,

হারিয়ে যাবার ভয় |

নতুন প্রজন্মে ভাসায়ে দিলাম আকুল পাথার ময় |

 

লক্ষ্য হারায়ে হতাশার ছোঁয়া কেমনে বসেছে চেপে,

দিগন্ত পানে শূন্য দৃষ্টি, শাস্তি কাহার পাপে |

কে যে দেবে বরাভয়,

ধূসর আকাশে বর্ষার মেঘ চারিদিকে ছেয়ে রয় |

 

ছোট্ট ঘরটি বানিয়ে ছিলাম স্বপ্নের সংসারে,

সাজিয়ে তুলেছি সাধ্যমতো, মেনেছি অঙ্গীকারে |

তথাপি হলো যে ক্ষয়,

নিজের পানে আবিষ্ট থেকে কালের হলো লয় |

 

পারিনি দেখাতে সময়ের তালে ভবিষ্যতের দিশা,

শুদ্ধ মনে পারিনি ফোটাতে নব জীবনের আশা |

মেনে নিই পরাজয় |

আমাদের ভুলে নব সমাজের পদস্খলন হয় |

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract