STORYMIRROR

Manik Goswami

Drama Inspirational

3  

Manik Goswami

Drama Inspirational

অকপটে

অকপটে

1 min
193


জীবনের যাত্রাপথে দেখিনা তোমার স্থান,

আছে শুধু অভিমান;

ভুল তো কখনো হতেই পারে -

জানবে, মার্জনায় বাড়ে মান |

সুযোগ যদি বা একবার আসে

উপযোগ করো তারে অক্লেশে,

স্বচ্ছ্ব মনে তারে ব্যবহার কোরো,

প্রতিকূলতার বাধা সরিয়ে মনকে আলোয় ভর |

 

আয়নাতে মুখ দেখেছো নিজের, বাহ্যিক প্রকাশ পাও;

গঠন, গড়ন, চোখের ভাষা - স্বত্ত্বা খুঁজে দাও |

দেহ মন্দিরে অন্তর আছে, সেটা তো তুমিও জানো;

চোখের সুমুখে দেখিতে না পাও,

তার মূল্যটারে তো মানো |

সামনে দাঁড়িয়ে যে জন তোমার মনের বিচার করে,

কথা বলার ধরণেই তোমার মনকে খুঁজে ফেরে |

ব্যবহার বা শিষ্টাচার, মনের দর্পনে ওঠে ভেসে;

কথার মাঝেই তোমায় বোঝে - পূর্ণিমা না অমানিশে |


Rate this content
Log in

Similar bengali poem from Drama