STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Drama Romance Tragedy

3  

Sanghamitra Roychowdhury

Drama Romance Tragedy

আবার দেখা হবে

আবার দেখা হবে

1 min
316

--


ঐ সে শ্বেত মেঘমালা ভেলা ভাসা দূরের আকাশপারে,

যেখানে দল বেঁধে গাঙচিল প্রশস্ত ডানা মেলে ওড়ে,

ঢেলে দেয় বিচূর্ণ রাঙা আবীররঙ অস্তাচলগামী দিবাকরে

সেই গাঢ় গোধূলিতে মুখোমুখি দেখা হবে আবার তোমায় আমায়।


ঐ সে নীলনীলিমা আর ঘনসবুজের দিকচক্রবালে,

সে সরল দিগন্তরেখায় আকাশে ভূমিতে চুম্বনকালে,

যুবতী সাঁঝবেলার মঙ্গল শঙ্খধ্বনিতে সন্ধ্যাতারার উদয়কালে

সেই মাহেন্দ্রক্ষণের অমৃত সময়ে আবার দেখা হবে তোমায় আমায়।


ঐ সে ধূসর কালো অমাবস্যার নিবিড় আঁধার আকাশে,

আকাশগঙ্গার ছড়ানো আঁচলে জ্বলজ্বলে তারাদের দেশে,

স্বচ্ছ পূর্ণিমা রাতে প্রেয়সীর বেশে এসে চাঁদনী ধরায় মেশে

সেই মায়াবী মাধুকরী গভীর রাতে আবার দেখা হবে তোমায় আমায়।


ঐ সে চন্দনচিতায় লেলিহান অগ্নিশিখা পরিত্যক্ত অস্থি,

হুতাশনে এতোকালের প্রিয়তম শান্তিময় নিরালা ক্ষুদ্র বসতি,

পরিপ্লুত মহাসাগরের বুকে চিরচেনা ব-দ্বীপের অস্তিত্বের স্বস্তি

সেই প্রশান্ত মহাস্থানে কালনিয়মে আবার দেখা হবে তোমায় আমায়।



Rate this content
Log in

Similar bengali poem from Drama