লিখছি কবিতা
লিখছি কবিতা
চলেছি শুধু দিনে রাতে
জীবন পথ দিয়ে।
পৃথিবী বড় কেজো লাগে
নিয়মের দড়ি বাঁধা,
সূর্য ওঠে সূর্য ডোবে
মাঝি চলে তরী বেয়ে।
শহরে বন্দরে গ্রামেপ্রান্তরে
মানুষের জাগ্রত প্রাণ
নিত্য নতুন সুরে
বাধছে কত গান।
ইট কাঠ লোহার ফাঁকে
তবু নীরবেই রয় চুপকথা,
পিচঢালা রাস্তার বাকে
লেখা হয়ে যায় রূপকথা।
ভোরের আকাশে সূর্য কিরণ
যেমন ছড়ায় লালছটা,
ফুলের পাতায় যেমন থাকে
ধরা বৃষ্টির ফোঁটা।
তেমনি নি্শব্দে অক্ষরে রা জাগে
এক এক করে সারি বেধে
শব্দের মালায় লাগে।
আমি বসে জেগে রই
শুনব বলে চুপকথা,
অনেক সাধ নিয়ে
পড়ব ভাবি রূপকথা,
তবু শব্দের মালা গেঁথে
লিখে চলি শুধু কবিতা।

