লেখালেখির অনুপ্রেরণা
লেখালেখির অনুপ্রেরণা


হাতের আঙুলগুলো হয়েছিল শক্ত,
পেনের কালিও গিয়েছিল শুকিয়ে;
হৃদয় হয়েছিল স্তব্ধ আর রুদ্ধ,
ব্যস্ত, নোংরা মানসিকতার ভিড়ে।
জীবন মরুভূমির তটরেখায়
উদয় হল মরূদ্যান রূপে,
লড়াইয়ের ময়দানে হল হাজির
আমার 'আর একটি মেয়ে'।
শক্ত আঙুলে, শুকনো কালিতে
জাগল জোয়ার রুদ্ধ মননে,
আবার লেখনী পেল প্রাণ
তারই কেবল উৎসাহের গুণে।