লড়াই
লড়াই
মনকে খুঁজতে চেয়েছিলাম আজ সকালে
মস্তিষ্কে নাকি মন থাকে, কেউ কেউ বলে ।
কেউ বলছে হৃদয় নাকি মনের বাসস্থান,
আবার কারো ধারণা মন থাকে সারা শরীরে ছড়িয়ে ।
বেশী চিন্তা করতে গিয়ে মানুষ যখন পাগল হয়,
নিজের মনটাকে ফেলে যে হারিয়ে।
দেখেছি এমন পাগলকে কখনও কখনও ঘুরে বেড়ায়,
পথের ধারে পড়ে থাকা ছোটোখাটো কাগজ কুড়ায়।
আরো নানা টুকিটাকি অপ্রয়োজনীয় জিনিস,
কুড়িয়ে ডাঁই করে, এভাবেই নিজের বোঝা বাড়ায়।
একজন বলেছেন মন একটি সাদা কাগজের মতো,
আমারও কেমন যেন, অনেকটা তাই মনে হয়,
যাতে যায় লেখা, ছবি আঁকা ও স্বপ্ন দেখা।
সোজাসুজি প্রশ্ন করার বদলে এসব
ভাবনারা বোধহয় একটু আঁকা বাঁকা ।
আসলে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর স্পষ্ট নয়,
মনের কথা কেউ বোঝেনা বলে পাগলেরও কষ্ট হয়।
তাই তো মাঝে মাঝে কাঁদে, জোরে চিৎকার করে,
ডাঁই করে রাখা নিজের সঞ্চয় করা বস্তুর কথা ভোলে,
হঠাৎ করে এভাবেই কখনও নিরুদ্দেশে যায় চলে।
শরীর ভালো রাখতে, আগে মন ভালো রাখা চাই,
আসল কথা মন ভালো রাখার উপায় খোঁজাটাই।
হামেশাই চলে মানুষের মস্তিস্ক আর অন্তরের লড়াই,
বেশী উন্নত মস্তিষ্ক যেন অত্যন্ত ধারালো অস্ত্র,
মুশকিল হয়ে যায় ঠিক তখনই ,
যখন এর ব্যবহারের সঠিক উপায় জানা নেই।
এলোপাথাড়ি লড়াই চালাতে গিয়ে,
আহত করে ফেলে যে প্রিয়জন বা নিজেকেই।
