ক্যানভাস
ক্যানভাস
সুখের বাতি উঠল জ্বলে। সারা পাড়া অলি গলি, তখন আলোকিত রশ্মির ঝরণায়।
হঠাৎ একদিন হল লোডশেডিং। গাঢ় নিশায় চোখের কোণে জল।
ভিজল মন, ভিজল বালিশ। সুখ কথা রাখল না। দু-চার ফোঁটা জিভে পড়তেই, নিমেষে শেষ।
চলে গেল। এখন বিষাদের রস শরীরের আকাশে।
বিচ্ছিরি তেঁতো এর স্বাদ একটুও ভাল লাগছে না।
পৃথিবী এঁকেছিলাম ক্যানভাসে সুখের তুলি দিয়ে,
আজও আঁকি অন্য পৃথিবী বিষাদের রঙ পেন্সিলে।
