STORYMIRROR

Suvayan Basak

Romance Others

3  

Suvayan Basak

Romance Others

স্বর্গপ্রিয়া

স্বর্গপ্রিয়া

1 min
236

আকাশে নীলের ঢেউ, 

আড়ালে সূর্য হাসছে। 

বাতাস নিমেষেই মাতাল,

তোমার রূপের চুমুকে।


প্রকৃতি বলছে, আজ

এসেছে সেই শুভাকাঙ্ক্ষী,

যার অভিনবত্বের ধূপে,

মুুহূর্ত হয়েছে চিরতন্ময়।


ছন্দময় প্রকৃতির সাথে,

মনও উদ্বেল হয়ে

ঠিকানাহীন, তোমার চিরন্তন

আলেখ্যের অচীন দেশে।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance