কুয়াশা পথে
কুয়াশা পথে
কুয়াশা পথে খুঁজে ফিরি,
বনফুলের বাহার...
পথের পাশে ভিজে গেছে ঘাসগুলি,
ওপাশে থরে থরে সাজানাে আছে,
আবছা ফুলের সারি... শীতল সিক্ত কুয়াশায়
ভিজেছে ফুলেরা আনন্দে ভাবছি তােমার কথা,
তুমি কি পারছাে তা জানতে? খুব মনে পড়ছে সেই দিনের কথা,
এমন ই এক কুয়াশাঘন পথে,
তুমি আমি ছিলাম,একসাথে।
স্তব্ধ নীলাম্বর,ঘন কুয়াশায় আচ্ছন্ন ,
তার সাথে মনকাশও সমাছন্ন।
