ক্ষণস্থায়ী
ক্ষণস্থায়ী


বিছানার পশ্চিমকোনে অপসৃয়মান
একফালি গোধূলি-রোদ;
যেন মিলনের শেষ দৃশ্য-টুকু,
যেন চকিত চুম্বনের অভিভূত আস্বাদ;
....ক্ষণস্থায়ী।
তবু,
অস্থির কোলাহল আর
রিক্ত একাকিত্বের বৈপরীত্যে,
ঐ দৃশ্য, ঐ আস্বাদ টুকু
শুধু সত্য-ধ্রুব নক্ষত্রের মত।