বেলাশেষে
বেলাশেষে
অপরাহ্নে চূর্ণীর জলে
নদীর স্রোতের ভেতর, চূর্ণ আলোর ভেতর
টুকরো সব কলরব, সুখ-আনন্দ
কবেকার আলাপের ভালোলাগা ছন্দ
নিবিড় হয়ে আছে;
তারা সব একসাথে সনাতন স্মৃতি হয়ে
অ্যালগি আর ফার্ণের শরীর ছুঁয়ে, মাছের পাখার মতো
দোলে-ভাসে;
এখন বেলাশেষে,
ধূসর মনকোনে,
বালকের চোখের সেইসব গাঢ় মুগ্ধতা থেকে
রূপ আর কথা টুপটাপ ঝরে পড়ে;
অস্তগামী অস্তিত্ব সঙ্গে নিয়ে ভেসে যায় গোধূলীর গান,
চূর্ণীর তীরে
করবী আকন্দ ধুতুরার বনে,
যেখানে বাতাস গুঞ্জনে বলে
আমার অস্ফুট অনুভূতিমালা।