STORYMIRROR

Sudip Chakraborty

Abstract

3  

Sudip Chakraborty

Abstract

বেলাশেষে

বেলাশেষে

1 min
9.3K


অপরাহ্নে চূর্ণীর জলে

নদীর স্রোতের ভেতর, চূর্ণ আলোর ভেতর

টুকরো সব কলরব, সুখ-আনন্দ

কবেকার আলাপের ভালোলাগা ছন্দ

নিবিড় হয়ে আছে;

তারা সব একসাথে সনাতন স্মৃতি হয়ে

অ্যালগি আর ফার্ণের শরীর ছুঁয়ে, মাছের পাখার মতো

দোলে-ভাসে;


এখন বেলাশেষে,

ধূসর মনকোনে,

বালকের চোখের সেইসব গাঢ় মুগ্ধতা থেকে

রূপ আর কথা টুপটাপ ঝরে পড়ে;

অস্তগামী অস্তিত্ব সঙ্গে নিয়ে ভেসে যায় গোধূলীর গান,

চূর্ণীর তীরে

করবী আকন্দ ধুতুরার বনে,

যেখানে বাতাস গুঞ্জনে বলে

আমার অস্ফুট অনুভূতিমালা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract