ক্ষমা করো কবিতা
ক্ষমা করো কবিতা


যদি শব্দ সহানুভূতির চাদর জড়িয়ে
নিশ্চিন্তে নিশ্চুপ ঘুমের আদর ছড়িয়ে
অন্ধকার নম্রতার বর্ণালী বিছানা ভরিয়ে
শালীনতার রক্ত মাংস অস্থির একতায়
শরীর
শব্দের বাঁধন ছন্দের যাপন
বাস্তবের দরজা খুলে অবিচ্ছেদ্য সঙ্গী হতো
সর্বব্যাপী সময়ের কাঁধে কবিতার স্থান হতো ।