STORYMIRROR

Sayeda Yasmin

Tragedy

4.0  

Sayeda Yasmin

Tragedy

ক্ষমা করো হে বন্ধুগন

ক্ষমা করো হে বন্ধুগন

1 min
220


একদিন সবই হবে শেষ,  নিমিষে নিঃশেষ

এই যে এতো চাওয়া-পাওয়ার হিসেব কষা,

চির চেনা ভিটে-মাটি, পথচলা 

সবই তো হবে অস্তিত্বহারা

কি হবে এতো করে? কিছুই তো থাকবেনা।

ক'দিন কান্নাকাটি, পাগলপাড়া

এরপর কেউ মনেও রাখবে না

তবে কিসের তরে এতো ছুটে চলা

Advertisement

e: initial; text-decoration-color: initial;">কোন আশায় দিনাতিপাত

কারও প্রস্থানে তো কিছুই আটকাবে না

এতো হানাহানি, মারামারি, কাটাকাটি

কিসের তরে এতো পরিপাটি?

এতো আপন আপন খেলায় সরব

কিছুই তো রবে না, তবে কেন এতো খুনসুটি?

জীবন চলে যায় জীবনের গতিধারায়

তবে কেন এতো বৃথা প্রয়াস!

যতকিছু ঘটে যাক্, ভুল থাক্ রেখোনা মনে

দিও হে বন্ধুগণ একটু সুযোগ ক্ষমা চাইবারে।


Rate this content
Log in

More bengali poem from Sayeda Yasmin

Similar bengali poem from Tragedy