ছুটির দিন
ছুটির দিন


একটা দিনের ছুটি পাবো
মনে কতো আশা ছিলো।
এটা করবো,ওটা করবো
অনেক কিছুই করতে পারবো!
গোটা চারেক পদ্য লিখবো।
পছন্দের একখানা বই আছে,
পড়া হয়নি,কয়েক পৃষ্ঠা পড়ে নিবো।
অনেক কিছু রান্না হবে
ঘরের জমানো কাজ হবে।
লম্বা একটা ঘুম দিবো
সন্ধায় আবার ঘুরতে যাবো;
আসার সময় বাজার করবো।
ছুটি পেলাম বড্ড খুশি
জাগলাম না আর নিশি নিশি।
উঠলাম একটু দেরী করে
উঠে দেখি মেহমান ঘরে!
কেটে গেলো দুপুর আমার
মেহমানদের আপ্যায়নে।
বিকাল বেলা মায়ের সাথে
বললাম কথা টেলিফোনে।
ভাবলাম-
সন্ধ্যা যখন হয়েই গেলো
একটা কিছু করবো এবার
অমনি এসে মেয়ে আমার
ধরলো বায়না খেলনা কেনার!
কি আর করা, কিনতে চলা।
মনে মনে কথা বলা
"দিনটা গেলো এমনি করে
বিনা কাজে পরের তরে!"
নিজের জন্য সময় আমার
কবে হবে,কখন আবার!