Hasina Dilruba Sayeda

Inspirational

1  

Hasina Dilruba Sayeda

Inspirational

হে বীর

হে বীর

1 min
927


তুমি মানুষ, হে বীর

সর্বদা উন্নত করো শির।

করো না কভুও মাথা নত

অন্যায়-অবিচার আছে যত।

অন্যায়-অত্যাচারের

বিরুদ্ধে দাঁড়াও রুখে।

শক্তি, সাহস আর

সততা নিয়ে বুকে।

কেউ যদি অকারণে

করে কভু আঘাত।

বজ্রপাতের মতো গর্জে উঠে

করো তাকে উৎখাত।

চেও না কারো কাছে ভীক্ষা

চেও না কভু করুণা।

আত্মশক্তি করো প্রয়োগ

করো সত্যের বর্ণনা।

লাঞ্ছনা, বঞ্চনা পাবে যতো

শির উঁচু করো তত।

মানুষ হয়ে মানুষের কাছে

করবে কেনো মাথা নত!


Rate this content
Log in