STORYMIRROR

Based Sarkar

Tragedy Action Thriller

3  

Based Sarkar

Tragedy Action Thriller

করোনা

করোনা

1 min
266

পুরো বিশ্ব আজ,

মেতেছি একই নামে ।

হয়েছি সবাই প্রতিবাদী।

শুধু মাত্র সেই সন্ত্রাস,

ভীতি ছড়ানো

শক্তিশালী শএূর বিরুদ্ধে ।

তবে পুরো বিশ্বে ছড়ালেও

নয় যে এটা বিশ্বযুদ্ধ!

যা দমন হবে আগ্নেয়াস্ত্র

বা পরমাণু বোমা দিয়ে !

না ছড়াচ্ছে চারিদিকে,

মৃত মানুষের শরীর !

এ এমনি এক যুদ্ধ,

যেখানে অস্ত্র শুধুই

পরিষ্কার, পরিচ্ছন্নতা,

দূরত্ব একে অপরের থেকে ।

এ এমনি এক ভীতি !

যেখানে আপনজনের মৃত্যুতেও,

নেই কোনো সুযোগ

শেষ বারের মতো জড়িয়ে ধরার !

না এদিক ওদিক ছড়িয়ে রাখার !!



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy