সঙ্গীহীন
সঙ্গীহীন
ভেজা পাতা, শুষ্ক শরীর,
এক আত্মাহীন প্রাণ
দাঁড়িয়ে মধ্যমাঠে ।
একাকী সঙ্গীহীন এ বৃহৎ ভুবনে ।
গ্রীষ্মতাপ,শীত, বসন্ত সবই
অপেক্ষায় গেছে কত বৎসর কেটে ।
সঙ্গির আসায়,
বৃদ্ধ তবু এখনও চেয়ে পথ নিবিড় ভরসায় ।।
